এএইচ সিয়াম ব্লগ

আমার সম্পর্কে_


আমি, আহসান হাওলাদার সিয়াম। আমি পড়ালেখা করেছি নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বর্তমানে কোর্টে জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করছি।

রাজনীতির প্রতি আমার দুর্বলতা রয়েছে তাছাড়া সংবাদপত্র পড়া নেশায় পর্যায়ের। নতুন নতুন জায়গায় ঘরতে পছন্দ করি। মুভি দেখি। বইকে ঘুুরতে ভালোলাগে।

আমার এ ব্লগের লক্ষ‍্য হলো নিজে যা জানি সেগুলো বাংলা ভাষায় সবাইকে জানানো। মূলত আইন সম্পর্কে মাঠ পর্যায়ে যতটুকু শিখবো সেটা লেখার মাধ্যমে এই ব্লগে তুলে ধরার চেষ্টা করবো। 

বর্তমান রাজনীতি, সামাজিক সমস্যা, দেশের ভালোমন্দ সম্পর্কে নিজের মতাদর্শ প্রকাশ করা এবং একই মতাদর্শীদের সাথে সম্পর্ক মজবুত করাও একটি অন্যতম উদ্দেশ্য।

সম্মানিত পাঠক, 
ব্লগের কোন লেখায় ভুলত্রুটি থাকলে সেগুলো আমাকে ধরিয়ে দিবেন। কিভাবে ভালো লেখা উপহার দিতে পারি সে সম্পর্কে উপদেশ দিয়ে সাহায্য করবেন। কৃতজ্ঞতা জানাই পাঠকদের প্রতি, তারাঁই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ
যেকোন ব্যাপারে যোগাযোগ:
ইমেইল: 

No comments:

Post a Comment

মিজানুর রহমান আযহারী এবং বর্তমান বাংলাদেশ

Subscribe মিজানুর রহমান আযহারীর মতো ক্ষুদে বয়সী বক্তার সাথে অপেক্ষাকৃত সিনিয়র আলেমদের হিংসাত্মক বিতর্ক বড়ই বেমানান। সত্যি বলতে গেলে মিজ...