Made in Bangladesh
আপনি কি জানেন! বাংলাদেশে তৈরীকৃত রপ্তানি পন্যগুলো কি কি?
জানার আগ্রহও দেখান না এই বলে, বাংলাদেশ পোশাক ছাড়া আবার কী বানাতে পারে! আপনাদের জানাচ্ছি, বাংলাদেশ পোশাক ছাড়াও অনেক কিছু বানায় এবং প্রতিবেশী দেশ সহ ইউরোপ, আমেরিকা, কোরিয়া সহ বিভিন্ন দেশে রফতানি করে;
১- কার্গো/যাত্রীবাহী ফেরী/ ছোট আকারের যুদ্ধ জাহাজ। (এগুলা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রফতানি হয়। সামনে রফতানির লক্ষ্যে যুদ্ধজাহাজ নির্মান করা হবে।)
http://www.arthosuchak.com/archives/325708/২৫-জাহাজ-রপ্তানি-হয়েছে/২- ইন্ডাস্ট্রিয়াল রোবট।
(বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়। ভারত ও দঃকোরিয়ায় রফতানি করা হয়।)https://m.prothomalo.com/special-supplement/article/1564401/বিদেশে-যাচ্ছে-দেশি-রোবট
https://www.weforum.org/agenda/2019/10/bangladesh-is-booming/?fbclid=IwAR3FaD7NrZ9DfDrs91-v5V1OK7BB8orwDDTNkjnzMeINv6U9RSWpnFvJsTQ
৩- এন্টিভাইরাস/ব্যাংকিং/আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত বিভিন্ন সফটওয়ার।
(ভারতের ব্যাংক গুলো আমাদের তৈরি এন্টিভাইরাস ব্যবহার করে এবং সারা বিশ্বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত বিভিন্ন সফটওয়ার রফতানি করা হয়।)https://techshohor.com/143906/ইউক্রেন-বেলারুশ-ও-মালদোভ/
৪- ক্যান্সার সহ দামি অনেক ঔষধ।
(ঔষধ নিয়ে নতুন করে বলবোনা, সারা বিশ্বের ঔষধ বাজারে আমাদের বড় প্রভাব রয়েছে।)https://www.deshebideshe.com/home/printnews/104763
৫- মোটর সাইকেল/বাই সাইকেল/টিভি/ফ্রিজ/ল্যাপটপ।
*বাংলাদেশ সাইকেল রফতানিতে বিশ্বে ৩য়*
জার্মানি সহ বিখ্যাত বাইসাইকেল কোম্পানি বাংলাদেশ থেকে সাইকেল কিনে নেয় এবং এসেম্বল করে। এছারা বাকি ইলেক্ট্রনিক্স সামগ্রি এশিয়ার বিভিন্ন, স্পেশালি সার্ক ভুক্ত দেশে যাচ্ছে।টিভি যাচ্ছে জার্মানিতে।
https://dmpnews.org/বাংলাদেশ-বাইসাইকেল-রফতান/
http://motivationalprints.info/watch/OAvRwaT0cjU
৬- মেডিকেলের যন্ত্রপাতি।
https://www.dhakatimes24.com/2019/12/23/145787/দেশেই-তৈরি-হচ্ছে-চিকিৎসা-সরঞ্জাম৭- আগর
(সবচেয়ে দামি পারফিউম যেটা তৈরিতে ব্যবহার হয় 'আগর')http://www.ais.gov.bd/site/view/krishi_kotha_details/১৪২৪/জ্যৈষ্ঠ/সম্ভাবনাময়%20আগর-আতর%20শিল্প
নিউজ লিংক
https://edenglobe.blogspot.com/2020/02/made-in-bd.html
No comments:
Post a Comment